🏍️ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় নার্সিং সেবা সহ অক্সিজেন সিলিন্ডার ভাড়া ও ক্রয় করার জন্য সল্প সময়ে হোম ডেলিভারি পেতে কল করুন- ০১৭১৯৬৭৭৩১৮🏍️

করোনার উপসর্গ ও আপনার করনীয়

সন্দেহভাজন করোনা রোগীর ক্ষেত্রে:

উপসর্গ :

  1. জ্বর, (৯৯ ডিগ্রি বা তার থেকে বেশি)
  2. শুকনা কাশি।
  3. গলা ব্যাথা।
  4. শ্বাসকষ্ট।
  5. শরীর খারাপ লাগা।
  6. সর্দি ভাব।
  7. বুক ব্যাথা।
  8. মাথা ব্যাথা।
  9. পাতলা পায়খানা, ডায়রিয়া।
  10. মুখে স্বাদ না থাকা।
  11. নাকে গন্ধ না পাওয়া।

এই ক্ষেত্রে আমাদের করণীয় :

  1. মুখে স্বাদ অথবা নাকে গন্ধ না পেলে অথবা এই উপসর্গসমূহের মধ্যে অন্তত ২টি থাকলে দ্রুত করোনা পরীক্ষা করুন।

মৃদু উপসর্গ এর ক্ষেত্রে:

  1. নাকে গন্ধ না পাওয়া।
  2. জ্বর ১০০ ডিগ্রির নিচে।
  3. শুকনা কাশি।
  4. মুখে স্বাদ না থাকা।
  5. গলা ব্যাথা।
  6. ক্লান্তি ভাব।
  7. ডায়রিয়া, বমি, এবং পাতলা পায়খানা হওয়া।
  8. মাথা ব্যাথা হওয়া।
  9. পেশীতে ব্যাথা হওয়া।

এমত অবস্থায় আমাদের করণীয় হলো :

  1. যদি রোগীর নতুন উপসর্গ দেখা দেয় বা তার আগের উপসের্গের অবনতি হয় তাহলে দ্রুত আমাদের ডক্তারের পরামর্শ নিতে হবে।
  2. রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিকে ১৪ দিন পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে চিকিৎসকের সিদ্ধান্ত অনুযারী। তবে এই সময়মীমা কম বেশি হতে পারে।
  3. থার্মোমিটারের মাধ্যমে রোগীর শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণে রাখতে হবে।
  4. রোগীর জন্য আলাদা থাকার ঘর, এবং শৌচাগার এর ব্যাবস্থা করতে হবে।
  5. রোগীকে প্রচুর পরিমাণে ভিটামিন-সি যুক্ত ফল খেতে দিতে হবে। এই ফল গুলো হলো : আমলকি, লেবু, কমলা, মাল্টা।
  6. রোগীর দৈনন্দিন ব্যবহৃত তৈজসপত্র আলাদা করতে হবে। যেমন : গ্লাস, থালা, কাপ, বিছানার চাদর, তোয়ালে ইত্যাদি।
  7. রোগীকে প্রচুর পরিমাণে পানি পান করাতে উৎসাহিত করতে হবে এবং করাতে হবে।

মাঝারি উপসর্গ এর ক্ষেত্রে :

উপসর্গ :

  1. পূর্ববর্তী উপসর্গের সাথে :
  2. পেশীতে ব্যাথা হবে।
  3. জ্বর (১০১ থেকে ১০২ ডিগ্রি)
  4. শরীরে ব্যাথা।
  5. নিয়মিত কাঁপুহিসহ শরীরে শিরশিরে ভাব।
  6. ক্লান্তি অনুভব।
  7. ভারি কাশি হবে।
  8. শ্বাসকষ্ট হবে। অক্সিজেন এর মাত্র রক্তে ৯৪% এর নীচে নেমে আসবে।

এইক্ষেত্রে আমাদের করণীয় :

  1. এই ক্ষেত্রে পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশন সর্বক্ষনিক পর্যবেক্ষণে রাখতে হবে।
  2. উপুর হয়ে শুয়ে থাকতে হবে, যদি উপুর হয়ে শুতে পা পারে তাহলে পাশ ফিরে শুতে হবে।
  3. কালিজিরা, মধু, রসুন ইত্যাদি খেতে হবে।
  4. ব্রিদিং এক্সারসাইজ করতে হবে।
  5. দিনে একবার নাকে কালিজিরা ভিজানো পানির ড্রপ নিতে হবে।
  6. দিনে কম করে ২ থেতে ৩ বার নিঃশ্বাসে গরম পানির ভাব নিতে হবে।
  7. এক দিনে কম করে ২ থেকে ৪ কাপ গরম মসলার চা থেকে হবে।

  • কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিকে ১৪ দিন পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে । তবে চিকিৎসকের সিদ্ধান্ত অনুযারী সময়মীমা কম বেশি হতে পারে।
  • রোগীর শরীরের তাপমাত্রা থার্মোমিটার দিয়ে পর্যবেক্ষণ করতে হবে।
  • রোগীর থাকার জন্য আলাদা কক্ষ এবং আলাদা শৌচাগারের ব্যাবাহার করতে দিতে হবে।
  • রোগীকে প্রচুর পরিমাণে ভিটামিন-সি যুক্ত খাবার খেতে দিতে হবে।
  • রোগীর দৈনন্দিন ব্যাবহৃত তৈজসপত্র আলাদা করে দিতে হবে।
  • রোগীতে প্রচুর পরিমাণে পানি পান করাতে হবে।

তীব্র উপসর্গ এর ক্ষেত্রে :

উপসর্গ :

  1. পূর্ববর্তী উপসর্গ গুলোর সাথে ।
  2. রোগী কিছুই খেতে পারে না।
  3. চেহারা, ঠোঁট, জিভ নীলচে রং এর হয়ে যাওয়া।
  4. তীব্র ভাবে শ্বাসকষ্ট।
  5. চোখের বেশ কিছু সমস্যা তৈরি হয়। যেমন : চোখ ফুলে যাওয়া, চোখ থেকে পনি পড়া।
  6. পানি শূণ্য হয়ে যাওয়া।
  7. রোগী বিভ্রান্ত হয়ে যায়। জ্ঞান হারিয়ে ফেলা।
  8. ঘন ঘন বমি হতে থাকা।

এই ক্ষেত্রে করণীয় :

  1. রোগীকে যত দ্রত সম্ভব হাসপাতালে ভর্তি করতে হবে। অথবা রোগী যদি বাসায় বসে সেবা নিতে চায়। তাহলে নার্সিং হোম কেয়ার এর সাহায্য নিতে হবে।

করোনা ভাইরাসে আক্রান্ত পরবর্তী উপসর্গ :

উপসর্গ :

  1. নামে গন্ধ না পাওয়া।
  2. চুল পড়া।
  3. মুখে স্বাদ না থাকা।
  4. র‌্যাশ হওয়া।
  5. হৃৎস্পন্দন দ্রুত হওয়া।
  6. উদ্বিগ্ন হয়ে যাওয়া।
  7. কাশি হওয়া।
  8. মাথা ব্যাথা করা, পেশীতে ব্যাথা করা।
  9. ঘুমের ক্ষেত্রে সমস্যা হওয়া।
  10. মনযোগ এর ক্ষেত্রে সমস্যা হওয়া।
  11. নিশ্বাস নিতে সমস্যা তৈরি হয়।
  12. স্নায়বিক জটিলতা দেখা দেওয়া।
  13. শরীরে ক্লান্তি অনুভব হওয়া।।

এই ক্ষেত্রে রোগীর করণীয় :

  1. যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন।

করোনা ভাইরাসে নতুন উপসর্গ সমূহ:

  1. বুকে হালকা ব্যাথা।
  2. জিহ্বা ফোলা।
  3. পায়ের তালুতে লালচে ভাব দেখা দেওয়া।
  4. গলা ব্যাথা হওয়া, মাথা ব্যাথা হওয়া।
  5. হাতের এবং পায়ের আঙ্গুলের রঙ ফ্যাকাশে হয়ে যাওয়া।
  6. হাতের তালুতে জ্বালাপোড়া করা।
  7. ডায়রিয়া হওয়া।
  8. চোখ জ্বালাপোড়া করা।
  9. বুকে হালকা হালকা ব্যাথা হওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!
01719677318